Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভৌগলিক ও অর্থনৈতিক

‘‘আটঘর ইউনিয়ন পরিষদ’’:- মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত, গৌরবময় ইতিহাস সমৃদ্ধ এক ঐতিহ্যবাহী ইউনিয়ন- ‘‘আটঘর ইউনিয়ন পরিষদ’’।

যার উত্তরে- আছে মাটিয়াদহ নদী বেষ্টিত উপজেলার ফরিদপুরের সর্ববৃহৎ হাট কানাইপুর ইউনিয়নের; আড়ুয়াকান্দি গ্রাম ’।

পশ্চিমে-চাদপুর ইউপি, পাখিদের কলকালিতে মুখোরিত গ্রাম- ‘বাহিরদিয়া’।

দক্ষিনে- রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রাম।

পূর্বে- অথৈ জলে ভেসে থাকে, লাখো লাখো পাঁপড়ি মেলে, ‘জাতীয় ফুল শাপলা’। বর্ষায় মনে হবে, হাজারো পরী নৃত্য করে, জলেরপরে এমন নদী মাটিয়াদহ বেষ্টিত সালথা।

     ইউনিয়নের নাম: আটঘর ইউনিয়ন পরিষদ।

     উপজেলা: সালথা।

     জেলা: ফরিদপুর।

     স্থাপন কাল: ১৯৬২-৬৩ খ্রী:।

     চেয়ারম্যানের নামঃ মো: শহীদুল হাসান খাঁন (সোহাগ) 

     ইউপি সচিব : মোঃ শহিদুল ইসলাম 

     উপজেলা হইতে দূরত্ব : ৩ (তিন) কি:মি:।

     আয়তন:- ৩০ বর্গ কিলোমিটার।

     সীমানা: উত্তরে কানাইপুর ইউ,পি, দক্ষনে রামকান্তপুর ইউপি, পুবে গট্টি ইউ,পি, পশ্চিমে চাদপুর ইউ,পি।

     মোট জনসংখ্যা:- ২৩১০২ জন, পুরুষ ১১৪৫৪, মহিলা ১১৬৪৮ জন। (২০০১ সালের আদমশুমারী অনুযায়ী)।

     (পুরষ-১৫,২৫৪ জন, মহিলা- ১৪,৭৪৬ জন)।

     মোট ভোটার সংখ্যা: ৯০১০ জন।

     মোট জমির পরিমাণ: ১৪৯২.৩০ হেক্টর।

     প্রাথমিক বিদ্যালয় সংখ্যা: ১০ টি,রেজি: প্রা: বিদ্যালয়- নাই।

     মাদ্রাসা সংখ্যা : আলিয়া- ০১টি, কাওমী- ১০ টি।

     ধর্মীয় প্রতিষ্ঠান : মসজিদ- ৫২ টি, মন্দির- ০৮ টি এবং আশ্রম- ০১ টি, শ্মশানঘাট- ০৩ টি।

     শিক্ষার হার : ৪০.২৬ %

     হাট-বাজারের সংখ্যা : ৭ টি ( নকুলহাটি, জয়কালী,পুটিয়া, গৌড়দিয়া, বিভাগদী, আটঘর, গোয়ালপাড়া,)।