Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ব্যবস্থা

 

 

আটঘর ইউনিয়নে পাকা রাস্তা ৩টি, আধপাকা রাস্তা ২ টি, এবং মাটির রাস্তা ২৫টি। পাকা রাস্তার মধ্যে উল্লেখযোগ্য কানাইপুর ময়েনদিয়া রাস্তা, জয়কালি বাজার থেকে গৌড়দিয়া বাজার হয়ে উপজেলায় যাওয়ার রাস্তা, গৌড়দিয়া বাজার থেকে গোয়ালপাড়া রনকাইল  যাওয়ার রাস্তা।

 

এছাড়া আটঘর ইউনিয়নে বেশ কিছু বড় বড় ব্রিজ রয়েছে। এর মধ্যে উল্লেখ যোগ্য হচেছ বিভাগদী, বাহিরদিয়া যাওয়ার রাস্তা, গৌড়দিয়া বাজারের পাশাপাশি দুই ব্রিজ।

 

যোগাযোগ ব্যবস্থা ফরিদপুর জেলা সদর হতে বাস যোগে, সালথা উপজেলা, উপজেলা সদর হতে, যে কোন পরিবহন যোগে- সালথা খেয়াঘাট হয়ে - ‘‘নকুলহাটি বাজারে আটঘর ইউনিয়ন পরিষদ ভবন’’ অথবা কানাইপুর বিশ্ব রোড হয়ে,কানাইপুর বাজারের দক্ষিণ দিকের রাস্তা দিয়ে খাসকান্দি হয়ে , - ‘‘আটঘর ইউনিয়ন পরিষদ ভবন’’ এবং ময়েনদিয়া বাজার হতে বাহিরদিয়া মাদ্রাসার পাশদিয়ে রামকান্তপুর হয়ে আটঘর ইউনিয়ন পরিষদ ভবন।

জরুরি মোবাইল নং ০১৭৫৬২২৭০০০ (ইউপি চেয়ারম্যান)

০১৭১৮২৯৬৯৩৯ (ইউপি সচিব)