-: পরিচিতি :-
‘‘আটঘর ইউনিয়ন পরিষদ’’:- মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত, গৌরবময় ইতিহাস সমৃদ্ধ এক ঐতিহ্যবাহী ইউনিয়ন- ‘‘আটঘর ইউনিয়ন পরিষদ’’।
যার উত্তরে- আছে মাটিয়াদহ নদী বেষ্টিত উপজেলার ফরিদপুরের সর্ববৃহৎ হাট কানাইপুর ইউনিয়নের; আড়ুয়াকান্দি গ্রাম ’।
পশ্চিমে-চাদপুর ইউপি, পাখিদের কলকালিতে মুখোরিত গ্রাম- ‘বাহিরদিয়া’।
দক্ষিনে- রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রাম।
পূর্বে- অথৈ জলে ভেসে থাকে, লাখো লাখো পাঁপড়ি মেলে, ‘জাতীয় ফুল শাপলা’। বর্ষায় মনে হবে, হাজারো পরী নৃত্য করে, জলেরপরে এমন নদী মাটিয়াদহ বেষ্টিত সালথা।
ইউনিয়নের নাম: আটঘর ইউনিয়ন পরিষদ।
উপজেলা: সালথা।
জেলা: ফরিদপুর।
স্থাপন কাল: ১৯৬২-৬৩ খ্রী:।
চেয়ারম্যানের নামঃ মো: শহীদুল হাসান খাঁন (সোহাগ)
ইউপি সচিব : মোঃ শহিদুল ইসলাম
উপজেলা হইতে দূরত্ব : ৩ (তিন) কি:মি:।
আয়তন:- ৩০ বর্গ কিলোমিটার।
সীমানা: উত্তরে কানাইপুর ইউ,পি, দক্ষনে রামকান্তপুর ইউপি, পুবে গট্টি ইউ,পি, পশ্চিমে চাদপুর ইউ,পি।
মোট জনসংখ্যা:- ২৩১০২ জন, পুরুষ ১১৪৫৪, মহিলা ১১৬৪৮ জন। (২০০১ সালের আদমশুমারী অনুযায়ী)।
(পুরষ-১৫,২৫৪ জন, মহিলা- ১৪,৭৪৬ জন)।
মোট ভোটার সংখ্যা: ৯০১০ জন।
মোট জমির পরিমাণ: ১৪৯২.৩০ হেক্টর।
প্রাথমিক বিদ্যালয় সংখ্যা: ১০ টি,রেজি: প্রা: বিদ্যালয়- নাই।
মাদ্রাসা সংখ্যা : আলিয়া- ০১টি, কাওমী- ১০ টি।
ধর্মীয় প্রতিষ্ঠান : মসজিদ- ৫২ টি, মন্দির- ০৮ টি এবং আশ্রম- ০১ টি, শ্মশানঘাট- ০৩ টি।
শিক্ষার হার : ৪০.২৬ %
হাট-বাজারের সংখ্যা : ৭ টি ( নকুলহাটি, জয়কালী,পুটিয়া, গৌড়দিয়া, বিভাগদী, আটঘর, গোয়ালপাড়া,)।
সাইক্লোন সেন্টার : ০১ টি।
মৌজার সংখ্যা ও নাম: মৌজা মোট- ২৫ টি। যথা:। ৭০৩ নং নকুলহাটি,৪১ নং আটঘর, ১৩৭ নং বিভাগদী,১৬২ নং বোয়ালিয়া, ১৯৫ নং ভটরকান্দা,১৯৫ চাউলিয়া,১৯৫ নং শ্রীফলতলী,৩৪১ নং গোয়ালপাড়া,৩৪৫ নং গোবিন্দপুর,৩৬৬নং গৌড়দিয়া,৪৪৫ নং জয়কালী, বাবুইখোলা,৪৮২, নং কাকিলাখোলা,৫২০নং কড়াইবাড়িয়া,৫৪১ খাগৈড়, ৫৫৭ নং খোয়াড়, ৫৭০ নং কিত্তা, ৬০৩ নং কুষ্টিয়া, ৬২৮ নং মহিপালদিয়া,৬৮২নং মিরকান্দি,৭৯৫ নং পুটিয়া,৮৬১নং সলিয়া,৮৮২ নং সম্মানসেন,৮৯০ নং সাড়ুকদিয়া,৯১৫ নং সেনহাটি,১৯৫ নং
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস